Breaking News

‘নেশা করব, ১০০ টাকা দাও’! টাকা না দিতেই সল্টলেকে মাকে ‘খুন’ করল গুণধর ছেলে

প্রসেনজিৎ ধর, কলকাতা:-নেশা করার জন্য মায়ের থেকে ১০০ টাকা চেয়েছিল ছেলে, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন মা। টাকা না পেয়ে গর্ভধারিণী মা-কেই ‘খুন’ করল ছেলে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের সল্টলেকে। মৃতার নাম সরস্বতী মুর্মু (৫০)। পুলিশ তদন্তে নেমে ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে।এদিনই তাঁকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। সল্টলেকের সিজে ব্লকের একটি বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন বছর পঞ্চাশের সরস্বতী মুর্মু। ওই বাড়ির গ্যারাজেই ছেলেকে নিয়ে থাকতেন। পাশাপাশি অতিরিক্ত উপার্জনের জন্য কাগজ কুড়িয়েও বিক্রি করতেন। যে গ্যারাজে তিনি থাকতেন সেই গ্যারাজ থেকেই গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার হয় সরস্বতীর দেহ। এলাকার বাসিন্দারাই খবর দেন পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পূর্ব থানার পুলিশ। দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই চলছিল ছেলের খোঁজ। এদিন সকালে তাঁর খোঁজ মিলতেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁকে জেরা করেই পুলিশ জানতে পারে রবিবার রাতে নেশা করার জন্য মায়ের কাছ থেকে একশো টাকা চেয়েছিল। মা সেই টাকা না দেওয়ায় গলায় ওড়নার ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই মনে করেছিল তদন্তকারীরা। ছেলে মুন্নার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মা-কে খুনের কথা ছেলে স্বীকার করেছে বলে খবর। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *