প্রসেনজিৎ ধর, কলকাতা :-দুর্গাপুজোর অনুদান মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এদিনের শুনানিতে স্পষ্ট জানানো হল, পুজো কমিটিগুলি গত বছরের খরচের হিসেব দিলে তবেই অনুদান পাবে। কিন্তু সেই হিসেব না দিলে অনুদান দেওয়া যাবে না বলে স্পষ্ট করা হয়েছে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে।এদিন মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, “গত বছর মোট ৪১,৭৯৫টি ক্লাবকে চেক দেওয়া হয়েছিল । তাদের মধ্যে মাত্র তিনটি ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি । ওই ক্লাবগুলো শিলিগুড়ি কমিশনারেটের ।” এই শুনে বিচারপতি সুজয় পাল বলেন, “আমরা ডেটার মধ্যে ঢুকতে চাইছি না । আমাদের বক্তব্য, যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাদের টাকা দেবেন না ।”
এ প্রসঙ্গে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আদালতের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে ।”পুজোর অনুদান মামলায় এর আগেও হিসেব-নিকেশের প্রসঙ্গ উঠেছিল। সেই সময়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়, কত পুজো কমিটি অনুদান পায়, কতগুলি পুজো কমিটি খরচের হিসেব দেয় বা দেয়নি। পাশাপাশি খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য আবার কেন অনুদান দিচ্ছে সেই প্রশ্নও করেছিল আদালত। বুধবার সেই প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ – অনুদানের টাকার খরচের হিসেব বা দিলে তা আর দেওয়াই যাবে না।
Hindustan TV Bangla Bengali News Portal