Breaking News

খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় সিআইডি তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ!ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় এবার নতুন মোড়। বড় পদক্ষেপ নেওয়া হল নিহতদের পরিবারের তরফ থেকে। কি সেই পদক্ষেপ? কয়েকদিন আগে এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন সিআইডি তদন্তের। এবার তাতে চ্যালেঞ্জ জানালো নিহতদের পরিবার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার তারা গেল ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি হওয়ার সম্ভাবনা শুক্রবার বলে খবর।চলতি বছরের ১১ জুলাই, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন দু’জন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল। তাই তার যথাযথ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই মামলার জল অনেকদূর গড়াবে। এখানেই শেষ নয়, ওয়াকিবহাল মহল এটাও মনে করছেন যে আগামী দিনে এই নিয়ে বড়সড় প্রতিবাদে নামতে পারে গেরুয়া শিবির। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় ২৫ সেপ্টেম্বরে। কাদের পক্ষে যাবে মামলা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে দিনের শেষে এই ঘটনা নিয়ে যে রাজনৈতিক তরজা তুঙ্গে যাবে, তা বেশ স্পষ্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *