প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবিবার, ৩১ অগস্ট বেলা ৪টে পর্যন্ত মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। ওই দিনেই পিএসসি মিসলেনিয়াস মেনস এগজ়্যাম রয়েছে। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু। স্বাভাবিক ভাবেই মেট্রোর এই সিদ্ধান্তের ফলে ভোগান্তি পোহাতে হতে পারে হাজার হাজার পরীক্ষার্থীদের। কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট, রবিবার বেলা ৩টে পর্যন্ত কাজ চলবে। তার ফলে বন্ধ থাকবে পরিষেবা। রবিবার বিকেল ৪টের পর চালু হবে মেট্রো চলাচল।কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ৩০ অগস্ট রাত ১১টা থেকে ৩১ অগস্ট বেলা ৩টের মধ্যে শহিদ ক্ষুদিরাম স্টেশনে টার্ন আউট বা রেক রিভার্সাল পদ্ধতি তৈরি করার কাজ চলবে। আর সেই কারণে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা রবিবার বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। তবে মিসলেনিয়াস পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই রবিবার মহানায়ক উত্তর কুমার স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে অন্য দিনের পাশাপাশি অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রবিবার মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে সকাল ৭টায়। গ্রিন লাইনেও মিলবে একই পরিষেবা। এই লাইনে রবিবার সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে দুই দিকেই শুরু হবে পরিষেবা।উল্লেখ্য, মেট্রোয় দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী নির্ধারিত সময়ের অনেক দেরিতে মিলছে পরিষেবা। আবার একের পর এক মেট্রো স্টেশনে দরজা খুলে দাঁড়িয়ে পড়ছে মেট্রো। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। আবার এদিকে, বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। চলছে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা।
Hindustan TV Bangla Bengali News Portal