দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে কমিশন। আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে রাজ্য এবং কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনও অযোগ্য চাকরিপ্রার্থী যাতে এই পরীক্ষায় না বসতে পারে, তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এই গোটা পরীক্ষা প্রক্রিয়ার ওপর সুপ্রিম কোর্ট নজর রাখছে বলে জানান বিচারপতিরা। নিয়োগ প্রক্রিয়ায় কোনও গাফিলতি থাকলে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছে।এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, “জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন? কেন প্রকাশ করেননি?” এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন। পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি। জানান, দাগিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তার পরেই তাঁর উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, “একটু আগেই বললেন প্রকাশ করেছি। এখন অবস্থান বদল করছেন। শীর্ষ আদালতে ভুল বলে দুঃখপ্রকাশ করছেন। আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম।”এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, সাত দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত (রেকর্ড) করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে সাত দিন সময় দেওয়া হল তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না-হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, “বার বার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলব না। কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না।” গোটা প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিষয়টিও শুনানিতে উল্লেখ করে শীর্ষ আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal