প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক অনিয়মের তদন্তে নয়া মোড়। শুক্রবার দুপুরে আচমকা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। এমন ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সূত্রের খবর, তল্লাশি অভিযানের পাশাপাশি অতীন ঘোষকে সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেন।সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এদিন হানা দেয় অতীনের বাড়িতে ৷ পাশাপাশি ২০২৪ সালের ১৪ অগস্ট মধ্যরাতে আরজি করে যে ভাঙচুর হয়েছিল, সেই নিয়ে তথ্য সংগ্রহ করতেই কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা এই পদক্ষেপ করেছেন ৷ তাঁর সঙ্গে তদন্তকারীরা কথা বলেন ও তাঁর বয়ান রেকর্ড করেন বলে জানা গিয়েছে ।চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় গ্রেফতার হয়ে এখনও জেলে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এযাবৎ দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতা অতীন ঘোষের নামও উঠে আসছিল। সেই সূত্রেই শুক্রবার দুপুরে অতীনের শ্যামবাজারের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।সূত্রের খবর, আগেই সিবিআই-এর তরফে অতীনকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠানো হয়েছিল। নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়ার পরই এদিন তাঁর বাড়িতে হাজির হন সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। তাঁদের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসারও ছিলেন। কিছুদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সিবিআই গেল অতীনের বাড়িতেও। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জগঠন করেছে সিবিআই। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে।
Hindustan TV Bangla Bengali News Portal