Breaking News

ফের ওড়িশায় আক্রান্ত বাঙালি শ্রমিক! বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ৮ পরিযায়ী শ্রমিককে রাতভর বেধড়ক ‘মারধর’-এর অভিযোগ

প্রসেনজিৎ ধর :-ওড়িশার ভুবনেশ্বরে ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ৮ জন শ্রমিককে রাতভর বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাতজনকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজন শ্রমিক মুর্শিদাবাদে ফিরে এসে বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বেশ কয়েকমাস ধরে ‘অত্যাচারের’ অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে গর্জে উঠেছেন। ওড়িশাতেও বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল অতীতে। ফের ওড়িশার ভুবনেশ্বরে বাংলার শ্রমিকদের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার তিনজন, লালগোলা থানা এলাকার তিনজন এবং ভগবানগোলা থানা এলাকার দু’জন পরিযায়ী শ্রমিক ভুবনেশ্বরের মহাবীরনগরের একটি জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন।
গত ২৪ আগস্ট কাজ শেষে রাতে ওই পরিযায়ী শ্রমিকেরা ঘুমিয়েছিলেন। সেই সময় একদল বাসিন্দা সেখানে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটে পর্যন্ত নির্যাতন চলে!পরে পুলিশ সেখানে পৌঁছয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা পুলিশ নেয়নি বলে অভিযোগ। উলটে পরিযায়ী শ্রমিকদের ওড়িশা থেকে চলে যেতে চাপ দেওয়া হয়! যদিও পরে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে সাত পরিযায়ী শ্রমিককে ভর্তি করানো হয়। আবদুল আলিম নামে গুরুতর জখম অবস্থায় এক পরিযায়ী শ্রমিক পড়শি রাজ্য থেকে মুর্শিদাবাদে ফিরে এসেছেন। তিনি এখন লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। তিনি বলেন, “বাংলাদেশি সন্দেহে অকথ্য নির্যাতন শুরু হয়। বাঁশ-লাঠি, লোহার রড দিয়ে প্রচণ্ড মারতে থাকে। আমার মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রায় চার হাজার টাকা কেড়ে নিয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *