Breaking News

গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির!মোট শূন্যপদ প্রায় ৮ হাজারের বেশি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় কমিশনের। স্কুলে গ্রুপ সি পদে ২ হাজার ৯৮৯জনের নিয়োগের বিজ্ঞপ্তি। স্কুলে গ্রুপ ডি পদে ৫ হাজার ৪৮৮জনের নিয়োগের বিজ্ঞপ্তি। SSC-র ওয়েবসাইটে ১৬ সেপ্টেম্বর থেকে করা যাবে আবেদন। ওয়েবসাইটে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন |চাকরিহারা যোগ‍্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর। সঙ্গে আবেদন করবেন নতুনরা। ৩১ অগস্ট বিস্তারিত জানাবে এসএসসি। তবে এখনও পর্যন্ত পরীক্ষার কোনও তারিখ, বা সূচি সামনে আনা হয়নি। প্রসঙ্গত, ২০১৬ সালে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন তাঁদের সকলেরই চাকরি বাতিল হয়েছিল। পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতে আবেদন-নিবেদন করা হলেও চাকরি আর ফেরেনি। সেপ্টেম্বরের ৭ তারিখ এবং ১৪ তারিখ, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দিন ঘোষণা করেছে, স্কুল সার্ভিস কমিশন। যে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই চাকরি বাতিলে শুধু শিক্ষকরাই ছিলেন , এমনটা নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দিল এবার, স্কুল সার্ভিস কমিশন। এবং আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে, স্কুলে গ্রুপ সি পদের জন্য শূন্য পদ হচ্ছে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ ডি পদের জন্য শূন্য পদ হচ্ছে ৫ হাজার ৪৮৮. এবং এই পদে নিয়োগের জন্য তাঁরা আবেদনপত্র চাইছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই আবেদন পত্র, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং অনলাইনে আবেদন পত্র নেওয়া হবে। এবং ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে সেই আবেদন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *