প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের। টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকায় একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। নিহতের নাম মোহন ভগৎ, বয়স ৭২ বছর। ম্যুর অ্যাভিনিউয়ের একটি বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছেন তিনি। তিনি খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন, এই নিয়ে ধন্দে পুলিশ । যদিও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অসাবধানতার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাস্থল থেকেই তাঁকে দ্রুত এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ঠিক কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইসঙ্গে অন্য কোনও অস্বাভাবিক পরিস্থিতি থেকেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ঘটনার আসল কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই মোহন ভগতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, নেমে এসেছে শোকের ছায়া। তবে এখনও প্রশ্ন রয়ে গেছে, আদৌ এটা নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এই ছাদ থেকে পড়ে যাওয়ার পেছনে!
Hindustan TV Bangla Bengali News Portal