দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী সোমবার থেকে বসছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অধিবেশনে বিজেপির বিরুদ্ধে আক্রমণের জন্য দুটি আলাদা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে তারা।জানা যাচ্ছে, প্রথম প্রস্তাবটি বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর হওয়া হামলা ও অপমানজনক আচরণকে কেন্দ্র করে। অভিযোগ, গত কয়েক মাসে রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও ওড়িশায় বাংলার শ্রমিকদের মারধর, হেনস্থা এমনকি কাউকে কাউকে বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করা হয়েছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই সরব। তাঁর উদ্যোগেই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেয় সরকার। দ্বিতীয় প্রস্তাবটি নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিউ (এসআইআর) ঘিরে। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া রাজ্যে চালু করতে চাইছে কমিশন।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি শেষে নবান্নে ফিরে মুখ্যমনন্ত্রী সরাসরি নির্দেশ দেন বিশেষ অধিবেশনের আয়োজন করতে। নবান্ন থেকে রাজভবন ও বিধানসভার সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে, যেখানে কর্মসূচি ঠিক করা হবে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি থাকবে। মঙ্গলবার বাঙালি নিগ্রহের প্রস্তাব, বুধবার করম পুজো উপলক্ষে ছুটি এবং বৃহস্পতিবার SIR-এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে অধিবেশন শেষ হবে।
Hindustan TV Bangla Bengali News Portal