Breaking News

বলিউড-দক্ষিণের পর এবার টলিউড!বেআইনি বেটিং কাণ্ডে নাম জড়াল অভিনেতা অঙ্কুশের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা। এবার মহাফ্যাঁসাদে টলিউডের এই নায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল অঙ্কুশকে, খবর এমনই। চর্চা, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা, সেই কারণেই তলব করা হয়েছে তাঁকে।বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বেশ কয়েকমাস ধরেই দেশের নানা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা, প্রযোজকদের সমন পাঠাচ্ছে ইডি। তালিকায় রয়েছেন রানা ডগ্গুবতি, কপিল শর্মা, বিজয় দেবেরাকোন্ডার মতো তারকাদের। সেই তালিকাতেই কি নাম উঠল টলিউড অভিনেতার অঙ্কুশের?জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলে খবর। এই মুহূর্তে পুজো রিলিজ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অঙ্কুশ। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। যেখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। এর পাশাপাশি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে এতদিন দেখা মিলছিল অভিনেতার।ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *