দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রানাঘাট এসি লোকাল সম্প্রতি চালু হয়েছে। তবে পুজোর আগে শিয়ালদহ শাখার যাত্রীদের আবারও সুখবর দিল ভারতীয় রেল। এবার আর শুধু রানাঘাট এসি লোকাল নয়। আরও দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। একটি হল শিয়ালদহ-ভায়া বারাসত- বনগাঁ- রানাঘাট। অন্যটি হল শিয়ালদহ – ভায়া রানাঘাট- কৃষ্ণনগর সিটি জংশন| শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে একটি নতুন এসি লোকাল। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-এ, বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ।
সন্ধেয় আবার শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪-ই, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ।শিয়ালদহ – কৃষ্ণনগর এসি লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদহ পৌঁছবে ৩:৪০। সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষ্যে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে। নতুন দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। যাত্রীরা যাতায়াতও করছে ওই ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal