প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম সিংহ। এর আগে এই ঘটনায় রাকেশ ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা হলেন বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তদন্তের জন্য শনিবার দুপুরে পুলিশের দল রাকেশের বাড়িতে যায়, কিন্তু নেতার খোঁজ মেলেনি।পুত্রের গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে পুলিশকে একহাত নিয়েছেন রাকেশ। তিনি জানিয়েছেন, তাঁকে গ্রেফতার করতে পারেনি বলে তাঁর পুত্রকে হেনস্থা করে গ্রেফতার করা হয়েছে। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রী এবং কন্যা পুত্রের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁদেরও হেনস্থা করেছে পুলিশ। তিনি সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন, পুত্রের গ্রেফতারির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হবেন।শিবমকে গ্রেফতারের পর থেকেই কার্যত বিস্ফোরক ভঙ্গিতে সামনে এসেছেন রাকেশ সিংহ। সমাজমাধ্যমে তিনি সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে ধরতে না পেরে তাঁর ছেলেকে হেনস্থা করে গ্রেফতার করা হয়েছে। এমনকি, তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করেছে বলে দাবি রাকেশের। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শিবমের গ্রেফতারির বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। সকাল সওয়া ১১টা নাগাদ। অভিযোগ, রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপির পতাকা হাতে একদল সমর্থক বিধান ভবনে অবস্থিত প্রদেশ কংগ্রেস দফতরে ঢুকে পড়েন। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডেও। এর আগে লাইভে এসে রাকেশ প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যা ঘটবে, এরপর গোটা দেশেই কংগ্রেসের বিরুদ্ধে এমন প্রতিবাদ দেখা যাবে। সেই ঘোষণা মতোই, প্রথমে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেন সমর্থকরা। তারপর দফতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় এন্টালি থানায়। গত বুধবার ‘ভোটার অধিকার যাত্রা’য় বিহারের দ্বারভাঙা থেকে মুজফ্ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, তেজস্বী যাদবেরা। অভিযোগ, দ্বারভাঙায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর কুড়ির এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরেই কলকাতায় কংগ্রেসের দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal