Breaking News

রক্ষী নিয়ে আর বিধানসভায় প্রবেশ করতে পারবেন না কোনও বিধায়ক! মুখ্যমন্ত্রীই একমাত্র ব্যতিক্রম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার থেকে কোনও বিধায়ক বিধানসভায় ব‍্যক্তিগত দেহরক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না। সোমবার একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা এ ক্ষেত্রে ছাড় পাবেন। লোকসভাতেও একই রকম নিয়ম রয়েছে। দেশের বিভিন্ন বিধানসভাতেও ওই নিয়ম রয়েছে | প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে আবেদন করে অভিযোগ করেছিলেন যে, তৃণমূল বিধায়করা রাজ্য পুলিশের দেহরক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারলেও, বিজেপি বিধায়করা তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ভিতরে যেতে পারছেন না । বিচারপতি শম্পা সরকার সেই মামলার শুনানিতে প্রশ্ন তুলেছিলেন, কেন শাসক ও বিরোধীদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রয়োগ করা হচ্ছে । হাইকোর্টের সেই প্রশ্নের পরেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সচিব সুকুমার রায়ের থেকে হলফনামা তলব করে আদালত । এরপরই অধ্যক্ষ সিদ্ধান্ত নেন, কোনও বিধায়কই আর দেহরক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না । নতুন নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিধায়কের নিরাপত্তারক্ষীরা কেবল বিধানসভা চৌহদ্দির বাইরে থাকতে পারবেন । তাঁদের জন্য বাইরে অস্থায়ী বিশ্রাম শিবির ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে । ফলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ – কোনও বাহিনীর সদস্যকেই আর বিধানসভার মূল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না । তৃণমূল বিধায়কেরা সাধারণত রাজ্য পুলিশের নিরাপত্তা পান, আর বিজেপি বিধায়কেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দ্বারা সুরক্ষিত থাকেন । নতুন নিয়মে উভয় ক্ষেত্রেই একসঙ্গে একই বিধি কার্যকর করা হয়েছে ।নয়া এই নির্দেশিকার বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর হুঁশিয়ারি, “মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকলে কলকাতা হাই কোর্টে যাব। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *