Breaking News

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে পাইলট কারের ধাক্কা, মৃত মোটরসাইকেল চালক! ‘দুর্ভাগ্যজনক’, বললেন বিধায়ক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএমে মৃত্যু হল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ির ধাক্কায় আহত যুবকের।জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন৷ মৃত ওই যুবক কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷ এ দিন কাজে যোগ দিতে যাওয়ার সময়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির দিকে আসছিল তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়৷ বিধায়ক নিজেও সেই সময় গাড়িতে ছিলেন৷ কনভয়ের সামনে থাকা পুলিশের একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা ওই মোটরসাইকেলে ধাক্কা মারে৷ এর পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে পুলিশের গাড়িটি৷ যান্ত্রিক কোনও সমস্যা নাকি চালকের ভুলে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। গুরুতর জখম হন ওই যুবক। চুরমার হয়ে যায় বাইক। এরপর পাইলট কারটি ধাক্কা দেয় একটি বিদ্যুতের খুঁটিতে। দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। পিছনের গাড়িতেই ছিলেন বিধায়ক। চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য রক্ষা পান তিনি।বিষয়টা জানার পরই দুঃখপ্রকাশ করেন বিধায়ক শওকত। তিনি বলেন, “গাড়িটা ব্রেক ডাউন হওয়ার ফলেই এই ঘটনা। দুর্ভাগ্যজনক ঘটনা।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *