দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দমদম এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে রাত্রিকালীন পরিষেবা এ বার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এক বছর আগে এই পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ৩ সেপ্টেম্বর থেকে আর সেই পরিষেবা পাবেন না যাত্রীরা।মেট্রোর তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে। এর ফলে পরিষেবাতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্লু লাইনের রাতের মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে। বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, পরীক্ষামূলকভাবে এই রাত ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত এই মেট্রোর পরিষেবা ছিল। সেটাই এবার বন্ধ করে দেওয়া হল।যদিও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রীরা রাত ৯টা ২৮ এর মেট্রো পরিষেবা পাবেন। অন্যদিকে শহিদ ক্ষদিরাম থেকে দক্ষিনেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা বেজে ৩৪ মিনিটে। গত বছর জুন মাসে মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছিল, রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে ব্লু লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। তবে শেষ পরিষেবাটি চলবে দমদম এবং কবি সুভাষের মধ্যে। অর্থাৎ রাত্রিকালীন এক জোড়া বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত শহরবাসীর একাংশের মনে খুশির হাওয়া বয়ে এনেছিল। দিন কয়েক পরে মেট্রো আবার জানায় বিশেষ পরিষেবার সময়সূচি বদল করছে তারা। সে বারও বলা হয়েছিল, ‘‘যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাত্রিকালীন পরিষেবার সময় ২০ মিনিট কমিয়ে আনা হচ্ছে।’’ অর্থাৎ, রাত ১১টার পরিবর্তে দমদম এবং কবি সুভাষ— উভয় প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কারণ হিসাবে মেট্রো জানিয়েছে, ‘মাত্রাতিরিক্ত খরচ’ এবং তুলনায় ‘খুবই কম আয়’-এর কথা।রাত্রিকালীন মেট্রোর ভাড়া বাড়লেও পরিষেবা নিয়ে খুব একটা খুশি ছিলেন না যাত্রীরা। তাঁদের মতে, রাতের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে রাত ৯টা ৪৫ মিনিটে। আর রাত্রিকালীন বিশেষ পরিষেবা পাওয়া যায় রাত ১০টা ৪০ মিনিটে। ফলে ৯টা ৪৫ মিনিটের মেট্রো না পেলে তাঁকে ৫৫ মিনিট বসে থাকতে হয়। মধ্যবর্তী স্টেশনের ক্ষেত্রে অপেক্ষা গড়াত আরও রাত পর্যন্ত। যাত্রীদের একাংশের মতে, শেষ মেট্রো এবং রাতের বিশেষ মেট্রোর মধ্যে সময়ের এতটা ফারাক থাকলে আদতে যাত্রীদের কোনও লাভ হয় না। যদিও পুরোপুরি রাত্রিকালীন বিশেষ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, তা কল্পনা করতে পারেননি অনেক নিত্যযাত্রীই।
Hindustan TV Bangla Bengali News Portal