Breaking News

আগামী সোমবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব, দিনক্ষণ জানাল সংসদ!উচ্চ মাধ্যমিকে এবার নতুন নিয়ম জারি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। মঙ্গলবার মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। চলবে ২২ তারিখ পর্যন্ত।এ বার থেকে যদি পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী ইনভিজিলেটর, পরীক্ষক বা পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীকে হেনস্থা বা মারধর করে, তাহলে তার গোটা পরীক্ষাই সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন—এ ধরনের অনৈতিক কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনাও এবার সরাসরি ‘RA’ হিসেবে নথিভুক্ত হবে। পরীক্ষক বা ইনভিজিলেটররা চাইলে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে শিক্ষা সংসদকে সরাসরি ঘটনা জানাতে পারবেন।উল্লেখযোগ্য, গত ৫ মার্চ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন একাধিক পরীক্ষাকেন্দ্রে মারধরের ঘটনা ঘটেছিল। তল্লাশিতে বাধা দেওয়ায় পরীক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে বচসা বাঁধায় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। সে বার অভিযুক্তদের পরীক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলেও, এবার থেকে আর কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সংসদ।সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ টায়। শেষ হবে ১০ টা বেজে ৪৫ মিনিটে। জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূলগেট ও ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বিদ্যুতিন গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *