দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নবম দশম নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। যদিও সিবিআই-এরই মামলায় কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মামলা বিচারাধীন রয়েছে। তবে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর। এদিনই আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা। তাঁদের আবেদনও মঞ্জুর করেছে আদালত।২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে জেলবন্দি অবস্থাতেই রয়েছেন। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। যদিও নিয়োগ দুর্নীতির ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এমনকী সিবিআই’য়ের একটি মামলাতেও সর্বোচ্চ আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে। কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি হয়নি। আইনজীবী মারফৎ এদিন আলিপুর বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চটপাধ্যায়। জামিনের আবেদন জানান |পার্থের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে ‘প্রভাবশালী ব্যক্তি’ বলে চিহ্নিত করে জামিন আটকে দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে – আইনের চোখে সবাই সমান। আইনজীবীর যুক্তি, যদি অন্যরা জামিন পান, তবে একই শর্তে পার্থ চট্টোপাধ্যায়কেও জামিন দেওয়া উচিত। তাঁর আরও বক্তব্য, ইডির মামলা আসলে একটিমাত্র নথিকে কেন্দ্র করে, যেটি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। অথচ এতদিনে সেই মামলায় তদন্তের অগ্রগতি নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে যদি গ্রেফতার করা হয়, তবে জিজ্ঞাসাবাদও করতে হবে। শুধু হেফাজতে রেখে দেওয়া মানে ইচ্ছে করে শাস্তি দেওয়া।”এই আবহে নবম দশম দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া তাৎপর্যপূর্ণ।
Hindustan TV Bangla Bengali News Portal