দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পাল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক। এই মুহূর্তে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিজেপি বিধায়ক নিউরোলজিস্ট অমিত হালদারের তত্ত্বাবধানে আছেন। তার মাইল্ড স্ট্রোক হয়েছে, তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তাই তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত স্নায়বিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে। এই মুহূর্তে অন্য কোনো ঝুঁকি নেই। তার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধেই তিনি সুস্থ
হয়ে উঠবেন। জানা গিয়েছে গতকাল গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। এরপর ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর। বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে শাসক ও বিরোধী বিধায়কদের তরজায় বেনজির সংঘাত তৈরি হয়। বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পলও। সেই অধিবেশন থেকে বেরিয়ে রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর। চিকিৎসক অমিত হালদারের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে আশঙ্কাজনক কিছু নেই বলেই খবর।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও হাসপাতালের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে যে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। অগ্নিমিত্রা পলের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং তাঁর শুভানুধ্যায়ীরা বার্তা পাঠাচ্ছেন। সকলের প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনসেবায় ফিরে আসতে পারেন।
Hindustan TV Bangla Bengali News Portal