Breaking News

রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে সেরা যাদবপুর!জয়জয়কার খড়গপুর-সেন্ট জেভিয়ার্সের, কলকাতা বিশ্ববিদ্যালয় কত নম্বরে?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দেশের সেরা ‘স্টেট পাবলিক ইউনিভার্সিটি’ হিসাবে প্রথম স্থান দখল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’-এর (এনআইআরএফ) তালিকা প্রকাশ করেন। তারই মধ্যে দেশের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে এবং সেরা ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।গোটা ভারতে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এক নম্বরে রয়েছে Indian Institute of Science. জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রয়েছে ২ নম্বরে। জামিয়া মিলিয়া ইসলামিয়া রয়েছে ৪ নম্বরে। দিল্লি বিশ্ববিদ্যালয় ৫ নম্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৯ নম্বরে। এই বিভাগে স্কোর ৬৫.৪২। ৩৯ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রাপ্ত স্কোর ৫৫.১৭।
অন্যদিকে এক থেকে দশের মধ্যে ঢুকে পড়েছে বাংলার একাধিক কলেজও। কলেজ ভিত্তিতে গোটা দেশের সেরার তালিকায় স্থান করে নিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টানারি কলেজ। রয়েছে ষষ্ঠ স্থানে। অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এক নম্বরে রয়েছে দিল্লির হিন্দু কলেজ। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১৮ তম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নবম স্থানে রয়েছে কলকাতার এই বিশ্ববিদ্যালয়। তবে কলকাতা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির নিরিখে অনেকটাই পিছিয়ে । এই তালিকায় কলকাতার স্থান ৩৯-এ।
সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রক ২০২৫-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে। এই ফ্রেমওয়ার্কে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির নাম নথিভুুক্ত রয়েছে। প্রসঙ্গত, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এই বছর প্রথম আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু ও তৃতীয় আইআইটি বোম্বে। সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে দেশের ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। তবে এই তালিকায় আরও পিছিয়ে ৪৭তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতা রয়েছে ৬৭তম স্থানে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *