দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে প্রস্তুতি চরমে, জোড়া বৈঠক করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামীকাল ও সোমবার বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার হবে এই বৈঠক।তার আগে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিকরাই করবেন অভ্যন্তরীণ বৈঠক। স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সিইও দপ্তর কতটা প্রস্তুত তা আলোচনা করতেই এই জোড়া বৈঠক। বৈঠকের পরেই ১০ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরবে রাজ্যের সিইও।স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সিইও দফতর কতটা প্রস্তুত তা আলোচনা করতেই এই জোড়া বৈঠক। বৈঠকের পরেই দশ তারিখের জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরবে রাজ্যের সিইও, এমনটাই জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। মুখ্যসচিবতে চিঠি দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন। সিইও দফতরে চার আধিকারিক নিয়োগের জন্য এখনও প্যানেল পাঠায়নি রাজ্য, তা মনে করিয়ে দিয়ে ফের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। দ্রুত চার আধিকারিককে নিয়োগের জন্য প্যানেলের নাম পাঠানোর নির্দেশ মুখ্যসচিবকে।এর আগে চার আধিকারিকদের নিয়োগের জন্য যে প্যানেল রাজ্যের তরফে পাঠানো হয়েছিল তার সঙ্গে একমত হতে পারিনি জাতীয় নির্বাচন কমিশন। তার জেরে সেই প্যানেল খারিজ করে দেয় জাতীয় নির্বাচন কমিশন। নতুন করে প্যানেল চাওয়া হলেও সেই প্যানেল এখনও পাঠায়নি রাজ্য। এরর জেরে ফের চিঠি মুখ্যসচিব কে বলেই কমিশন সূত্রে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal