প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় নোটের পাহাড়। লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে মোট ২৫ লক্ষ টাকা। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা?ধৃত সঞ্জীব মজুমদার হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। কোথা থেকে ওই টাকা তিনি নিয়ে এসেছিলেন? কাউকে কি টাকার ওই ব্যাগ হস্তান্তর করার কথা ছিল? সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতকে জিজ্ঞসাবাদ করে তথ্য পেতে চাইছে পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ওল্ড চায়না বাজার এলাকায় ওই ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয়েছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশের। তাঁর হাতে একটি বড় ব্যাগ ছিল। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞসাবাদ। কথায় একাধিক অসঙ্গতি মেলায় ব্যাগটি তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই হতবাক হন পুলিশ কর্মীরা। ব্যাগের ভিতর থরে থরে সাজানো রয়েছে টাকা। এত টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? ওই টাকার মালিক কে? কোনও প্রশ্নেরই যথাযথ উত্তর মেলেনি। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মোট ২৫ লক্ষ টাকা ওই ব্যাগ থেকে মিলেছে বলে খবর। প্রত্যেকটি নোটই পাঁচশো টাকার।
Hindustan TV Bangla Bengali News Portal