Breaking News

তৃণমূলে ফের ভাঙন,নামখানা ব্লকে তৃণমূলের সভাপতি পরমেশ্বর মণ্ডল ও প্রাক্তন সভাপতি ফাল্গুনী মণ্ডলের বিজেপিতে যোগদান

বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগণা :- তৃণমূলে ফের ভাঙন | তৃণমূলে বড়োসড়ো ভাঙন ধরিয়ে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর মন্ডল ও প্রাক্তন সভাপতি ফাল্গুনী মন্ডল আজ মথুরাপুর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতির হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন | গেরুয়া শিবিরে যোগ দিয়েই মথুরাপুর সাংগঠনিক জেলা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরা | পরমেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক |২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তৃণমূল নামখানা ব্লক সভাপতি ছিলেন| দুবার তিনি পঞ্চায়েত প্রধানও ছিলেন | পাশাপাশি ফাল্গুনী মন্ডল প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ও বর্ষীয়ান নেতা তৃণমূলের এবং দ্বারিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন | বিজেপিতে যোগ দিয়ে ফাল্গুনী মণ্ডল জানান মমতা বন্দোপাধ্যায়ের সরকার ভাওতাবাজির সরকার | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শে বিশ্বাসী হয়ে ও ভারতীয় জনতা পার্টির নীতি ও আদর্শকে মেনে আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে চান বলে জানান তিনি | পরমেশ্বর মণ্ডল বলেন মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *