দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্বিঘ্নেই শেষ হলে এসএসসি-র নবম-দশমের পরীক্ষা। এক দিকে যেমন বহু নতুন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন, একই সঙ্গে পরীক্ষা দিয়েছেন ২০১৬ সালে চাকরি পাওয়া যোগ্য শিক্ষকরাও। সকলেই এক বাক্যে জানিয়েছেন, প্রশ্ন ভালো এসেছে। কমিশন সূত্রে খবর, পরীক্ষাও হয়েছে নির্বিঘ্নে, কড়া নজরদারিতে। পরীক্ষা শেষ হতেই এক্স হ্যান্ডলে পোস্ট মন্ত্রী ব্রাত্য বসুর। তিনি লেখেন, “আজ রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দফতর-সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই। আমি আশা করি আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।” উত্তরপত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের। প্রত্যেকের হাতেই প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি। এবারের নিয়োগ প্রক্রিয়ায় এই কার্বন কপি নব্য় সংযোজন। যা দুর্নীতি রুখতে হতে পারে ব্রহ্মাস্ত্র। আর সেই কথা মানছেন একাংশের পরীক্ষার্থীরাও।এবার দুর্নীতিকে রোখা যাবে কিনা প্রশ্ন করতেই কেউ কেউ বললেন, ‘ওএমআর শিটের কার্বন কপি দিয়েছে। তাই কিছুটা ভরসা রয়েছে। তবে নিয়োগ একেবারে স্বচ্ছ হবে কিনা তা ভবিষ্যৎ বলবে।’ অবশ্য,একাংশের মনে ওএমআর-এর কার্বন কপি ‘ভরসার জায়গা’ তৈরি করলেও, কেউ কেউ এখনও ক্ষুব্ধ। তাদের দাবি, ‘প্রশ্ন খুবই সহজ হয়েছে। ওএমআর শিটের কার্বন কপিও পেয়েছি। কিন্তু নিয়োগ একেবারে দুর্নীতি মুক্ত হবে বলে তো মনে হয় না।’রবিবার দুপুর ১২টায় রাজ্যের মোট ৬৩৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে দেড়টায় শেষ হয়। তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা আধ ঘণ্টা অতিরিক্ত সময় পান, তাঁদের পরীক্ষা শেষ হয় দুপুর ২টোয়। এদিন কোনও রকম অনিয়ম বা বিশৃঙ্খলার খবর মেলেনি। পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছেন, প্রশ্নপত্র সহজ ও মানানসই ছিল। তাঁদের মধ্যে অনেকেরই মত, এত দিনের অপেক্ষার পর নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছেন। এরপর ইন্টারভিউতে কিছু কারচুপি হবে কিনা, সেই প্রশ্ন রয়েছে অনেকের মনে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছিলেন। আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এসএসসি। একাধিক বিতর্ক ও বাধা পেরিয়ে শেষমেশ নির্দিষ্ট দিনেই পরীক্ষা আয়োজন সম্ভব হয়। এসএসসি সূত্রে খবর, এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী রাজ্যের বাইরের—উত্তরপ্রদেশ, বিহার-সহ অন্যান্য রাজ্য থেকে এসেছেন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় ১০ শতাংশই বাংলার বাইরে থেকে আসা।
Hindustan TV Bangla Bengali News Portal