প্রসেনজিৎ ধর, কলকাতা :- শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি। এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নওশাদ।তিনি দাবি করলেন, বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করার অফার দিয়েছেন। শুধু তাই নয়, মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি।শওকত-নওশাদের দ্বন্দ্ব নতুন নয়। একাধিকবার আক্রমণ-পালটা আক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এসবের মাঝেই এবার তৃণমূল বিধায়ক শওকতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন নওশাদ সিদ্দিকি। সোমবার ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা করে তিনি বলেন, “আমি নাকি বিজেপির থেকে ৩০ কোটি টাকা নিয়েছি। আমার বিরুদ্ধে এসব মিথ্যে কথা বলে মানহানির চেষ্টা করেছে। ওনাকে বলতে হবে আমি কার মাধ্যমে, কত টাকার নোটে টাকা নিয়েছি। উনি আদালতে এসে জানাক।”এখানেই শেষ নয়, নওশাদ সিদ্দিকির দাবি বিধানসভায় দাঁড়িয়ে নাকি সরাসরি তাঁকে দলবদলের প্রস্তাব দিয়েছিলেন শওকত। মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এরপরই নওশাদ বলেন, “আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। দীর্ঘদিন জেলে থেকেছি। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। আমি জানি আমি কী করেছি আর কী করিনি। তাই আইনি পথে লড়ব।”
Hindustan TV Bangla Bengali News Portal