Breaking News

১৪ লক্ষ টাকা দিলেই SLST পরীক্ষায় পাশ!পোস্ট করতেই গ্রেফতার যুবক

দেবরীনা মণ্ডল সাহা :-১৪ লক্ষ টাকা দিলেই এসএলএসটি পরীক্ষায় পাশ। ভুয়ো ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক | ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। জেলা পুলিশের নজরে একটি ফেসবুক পোস্ট পড়ে। যেখানে অনির্বাণ পাল নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে l উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন।দিনদুয়েক আগে অরিন্দম পাল নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী একটি পোস্ট করে। ওই পোস্টে সে দাবি করে, “আমার বাড়ি মুর্শিদাবাদ। গত দু’দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে। দিয়ে বলে SLST এক্সাম পাশ করে চাকরি করতে চাও? মোট ১৪ লক্ষ টাকা লাগবে। প্রশ্নপত্র দু’দিন আগে পেয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দু’দিন আগে বর্ধমান নিয়ে যাবে। পরীক্ষার প্রশ্ন পৌঁছে দেবে। তারপর দিন ৫ হাজার টাকা দিতে হবে। ইন্টারভিউয়ের সময় ৪ লাখ লাগবে। আর বাকিটা চাকরি পাওয়ার পর। তাহলে কী এবার এইভাবে প্রতারণা হবে? প্রশ্নপত্র লিক হয়ে যাবে?”এই পোস্টটি নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই ব্যক্তি আদতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এরপর তাকে গ্রেফতার করা হয়। কী কারণে ফেসবুকে যুবক এই ধরনের পোস্ট করেছে, তা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকেরা। তবে এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ধৃতকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো পোস্ট করার জন্য, বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *