দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিদেশযাত্রায় কোনও বাধা নেই। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে বিদেশ সফরের অনুমতি দেন।অক্টোবরে সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছে, আগের মতোই সমস্ত শর্ত মানতে হবে কুণালকে।আদালতে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, তাঁর মক্কেল প্রতিবারই নিয়ম মেনে সফর সম্পন্ন করেছেন। এমনকী সিবিআই-ও তাদের রিপোর্টে উল্লেখ করেছে, কুণাল ঘোষ সব সময় আদালতের নির্দেশ মেনে চলেন। তার পরেই আদালত সবুজ সঙ্কেত দেয়।কুণাল বলেন, “জামিনের শর্তেই ছিল বিদেশ যেতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে। আইন মেনেই আমি সেই অনুমতি নিয়েছি”। শর্ত অপরিবর্তিত। আগের সফরের মতোই ৫ লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে কুণালকে। সফর শেষে দেশে ফিরলেই সেই অর্থ ফেরত পাবেন তিনি। এর আগেও কোর্টের অনুমতি নিয়েই সিঙ্গাপুর, দুবাই, লন্ডন গিয়েছেন কুণাল।
Hindustan TV Bangla Bengali News Portal