Breaking News

রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা ! ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা,থাকছে ১৫০০ সিসিটিভি

প্রসেনজিৎ ধর :- রবিবার ব্রিগেডে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর | তার আগে দফায় দফায় ব্রিগেড পরিদর্শন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সর্বস্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক, সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে তৎপরতা | প্রধানমন্ত্রীর নিরাপত্তা কথা মাথায় রেখেই ব্রিগেডে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরির নির্দেশ দিয়েছেন এসপিজির দুই শীর্ষ আধিকারিক বিপিন জোশি ও বিমল পাওয়ার |

একইসঙ্গে ব্যারিকেড দিয়ে পুরো ব্রিগেড ঘিরে ফেলা হচ্ছে | ঢেলে সাজানো হচ্ছে ব্রিগেড চত্বরকে | মূল মঞ্চ ২০০ বাই ১৫০ মিটার | দু-পাশে ৫০ মিটার জায়গা ছেড়ে ডান ও বাঁ দিকে আলাদা আরও দুটো মঞ্চ | প্রথমটি প্রধানমন্ত্রী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের জন্য | পাশের দুটি আঞ্চলিক নেতা এবং সংবাদমাধ্যমের জন্য | এরপর সামনে পরপর চারটি নিরাপত্তা ব্যারিকেড | প্রথমটির দায়িত্বে কলকাতা পুলিশ ল,পরের দুটি এসপিজি এবং শেষেরটি পিএম ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের দায়িত্বে | গোটা চত্বরে মোট ১৫০০ সিসিটিভি ক্যামেরা |

মঞ্চের পিছনেই মনিটরিং কন্ট্রোল রুম | মূল মঞ্চের মাথার ওপর লাইট অ্যালুমিনিয়াম বিম| বিমগুলি ফ্রেম করে তার ওপর হার্ড ফাইবার শিট | মূল মঞ্চে থাকবে মোট ২০টি বাতানুকূল যন্ত্র | মঞ্চের বাঁ দিকে মিডিয়ার ওবি ভ্যান পার্কিং-এর জায়গা রাখা হবে | কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীসহ ভিআইপি অতিথিদের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে এমন সকল ব্যক্তিদের আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে |এসপিজির পক্ষ থেকে ব্রিগেডের দায়িত্বে থাকা বিজেপি নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আনুমানিক কত মানুষের জমায়েত হতে পারে! গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় সাত থেকে আট লক্ষ মানুষের জমায়েতে আশা করা হচ্ছে|প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে থাকছে নিরাপত্তার কড়াকড়ি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *