Breaking News

বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলার ইডি হানা, চলে তল্লাশি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে ফের ইডির অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি। এবার বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলায় হানা ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করার অভিযোগে হানা। ইডির স্ক্যানারে বালি খাদানের ব্যবসায় যুক্ত সংস্থা GD মাইনিং। বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির।সকালেই প্রথম ইডি হানা দেয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ীর বাড়িতে। ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণীতেও তল্লাশি চলছে। জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হচ্ছে। এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত। এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর, সেক্টর-ফাইভে। পাশাপাশি কল্য়াণীতেও ইডি হানা দিয়েছে। পশ্চিম মেদিনীপুরেও চলে তল্লাশি। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এদিন ভোরে পৌঁছয় ইডির টিম। শেখ জহিরুল আলি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সুবর্ণরেখা নদীর পারেই এই বিশালাকার তিনতলা বাড়িটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের অভিযোগ | জহিরুল আলি বালি কারবারের সঙ্গে সরাসরি যুক্ত। বালি খাদান রয়েছে। ইডি সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি চালাতে আসেন। জানা গিয়েছে, আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। জহিরুল আলির গাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে সৌরভ রায় নামক এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এরা সকলেই বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। বেহালার জেমস লং সরণীতেও একটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সেই বাড়িতে ডিজি মাইনিং নামক একটি সংস্থার অফিস রয়েছে। তারাও বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। সেখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থার আরও একটি অফিস রয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে। সেখানেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। দাবি করা হচ্ছে, এই ডিজি মাইনিংয়ের হয়েই নাকি কাজ করত জহিরুল।ইডির মোট ৪-৫টি টিম তদন্তে নেমেছে। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এরপরই সম্প্রতি মামলা দায়ের করে ইডি। তারপর আজকের অভিযান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *