Breaking News

আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!এবার সঙ্গী দোভাল-রাজনাথ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগেই আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সিডিএস অনিল চৌহানও ৷ স্থল, নৌ এবং বায়ুসেনার প্রধানরাও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে| সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সশস্ত্র বাহিনীর তিনদিনের একটি সম্মেলনের উদ্বোধন করতে ১৫ সেপ্টেম্বর কলকাতায় আসবেন মোদি ৷ আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন ৷ সম্মেলনে তিন বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন এবং কর্মক্ষমতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত চর্চা করা হবে। একই সঙ্গে জানা গিয়েছে, এই বছরের সম্মেলনের মূল বিষয় থাকছে ‘সংস্কারের বছর- ভবিষ্যতের জন্য রূপান্তর’। এই সম্মেলনেরই উদ্বোধন করবেন মোদি ৷সম্মেলনে মূলত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তিগত আধুনিকীকরণ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদার করার কৌশল নিয়েও আলোকপাত করা হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জটিল ভূ-কৌশলগত পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে আরও চটপটে ও সিদ্ধান্তমূলক করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। অফিসার এবং কর্মীদের সঙ্গেও বিশেষ ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হবে, যাতে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।উল্লেখযোগ্যভাবে, সম্মিলিত কমান্ডারদের সম্মেলন দেশের সর্বোচ্চ স্তরের একটি কৌশলগত ফোরাম, যেখানে নাগরিক এবং সামরিক নেতৃত্ব এক হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতির দিকনির্দেশনা ঠিক করে।
ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তাঁরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *