Breaking News

নির্বিঘ্নেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার! অক্টোবরেই উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের রেজাল্ট, প্রকাশিত হবে উত্তরপত্রও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার সেমিস্টার পদ্ধতিতে হল প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হল প্রথম সেমিস্টারের পরীক্ষা। প্রথমবার ওএমআর শিট পদ্ধতিতে পরীক্ষা। সূত্রের খবর, ওএমআর শিট পূরণে ভুল ভ্রান্তি হয়েছে বলেই জানিয়েছেন বহু পরীক্ষার্থী। সমস্যা সমাধানে ওএমআর শিট পরিবর্তন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলপ্রকাশ হবে ৩১ অক্টোবরের মধ্যে ৷ প্রথম দিনের পরীক্ষা শেষে একথা জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য| তিনি জানান, এবারই প্রথম পরীক্ষার ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর সমস্ত পরীক্ষার্থীর ওএমআরের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ ।এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এতজন পরীক্ষার্থীর ওএমআর মিলিয়ে প্রায় ৪০ লক্ষ ওএমআর হবে । তখন সেটা ডাউনলোড করার জন্য যতটা ব্যান্ডউইডথ লাগবে, সেটা খুবই কম জায়গায় ব্যবহার হয়েছে । সেই কারণেই আমরা এটা ফল প্রকাশের পর করছি । কারণ ফল প্রকাশও হবে অনলাইনে । তাই সেখানে সার্ভারে যাতে কোনও সমস্যা না-হয়, সেই কারণেই আগে ফল প্রকাশ । তারপর উত্তরপত্রের স্ক্যান কপি আপলোড করা হবে ।” যদিও ‘আনসার কি’ আপলোড হবে কি না, সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সংসদ সভাপতি ।প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫,৫২৭ জন । অর্থাৎ শতাংশের হিসেবে অনুপস্থিতির হার এক শতাংশেরও কম । সাধারণ উচ্চমাধ্যমিকের থেকেও প্রথম দিনের সেমেস্টারে উপস্থিতির হার অনেক ভালো বলেই জানান সংসদ সভাপতি । এছাড়াও তিনি জানিয়েছেন, হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ১৪ জন । বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৭ ।প্রথম দিনের পরীক্ষায় প্রশ্নপত্রে বেশকিছু নতুন সুরক্ষা ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে । তার মধ্যে রয়েছে বারকোড । প্রতিটি প্রশ্নের মধ্যেই ছাপা রয়েছে বারকোড । এছাড়াও প্রশ্নপত্রের প্রথম পাতায় বড় করে একটা ‘H’ লেখা আছে । এটাও সুরক্ষার জন্যই করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি । তার সঙ্গে চারটে সিরিজের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে । যেগুলো আলাদা আলাদা রঙে ভাগ করা আছে । সেই রঙগুলো হল সাদা, গোলাপি, হলুদ ও হালকা নীল । এর পাশাপাশি সেট এক এবং দুই, দুটো প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল সংসদ । যদিও পরীক্ষা হয়েছে, এক নম্বর সেটেই|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *