Breaking News

কয়লাকাণ্ডে বড় পদক্ষেপ! বিনয় মিশ্রর বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’ জারি করল সিবিআই

নিজস্ব সংবাদদাতা :- কয়লাকাণ্ডে বিনয় মিশ্রর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট ইস্যু করল সিবিআই | আসানসোল আদালতে আবেদন করেছিল সিবিআই | সেই আবেদন গৃহীত হয়েছে| জানা গিয়েছে, রেড কর্নার নোটিস জারির আগের পদক্ষেপ হচ্ছে ওপেন ওয়ারেন্ট | এরপর ইন্টারপোলের অনুমতিতে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টের কপি পাঠিয়ে দেওয়া হবে | ফলে বিদেশে গা ঢাকা দিতে বেগ পেতে হবে মিশ্রকে | জানা গিয়েছে, এই মুহূর্তে বিনয় দুবাইয়ে রয়েছেন |পাশাপাশি সাধারণ ওয়ারেন্ট বা সাধারণ গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রে নিয়ম, নির্দিষ্ট সময়ের পর তা ‘রিনিউ’ করা | কিন্তু ওপেন ওয়ারেন্টের ক্ষেত্রে ‘রিনিউ’-এর বিষয় নেই | অর্থাৎ বছরভর এই ওপেন ওয়ারেন্ট জারি থাকতে পারে | যেহেতু বিনয় মিশ্র দেশের বাইরে পালিয়ে গিয়েছেন বলে সিবিআই মনে করছে, তাই তার বিরুদ্ধে এই ওপেন ওয়ারেন্ট জারি করা হল |

এটি কার্যত রেড কর্নার নোটিস জারি বা আন্তর্জাতিক অপরাধী ঘোষণার আগের প্রক্রিয়া | প্রসঙ্গত,নভেম্বরে কয়লাকাণ্ডে এফআইআর দায়ের করে পুরোদমে তদন্তে নামে সিবিআই | প্রথমেই কয়লা পাচারের চাঁই অনুপ মাজি ওরফে লালাকে স্ক্যানারে আনে তারা | লালার সূত্র ধরেই উঠে আসে তৃণমূলের প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত বিনয় মিশ্রর নাম| যদিও লালা-বিনয়, দু’জনই এখন পলাতক | এদিকে,গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে আরও এক আইপিএস অফিসার | সূত্রের খবর, এবার আইপিএস আধিকারিক অংশুমান সাহাকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি | আগামী ৮ মার্চ সাহাকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *