নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন কাছে আসতেই রাজ্যের সর্বত্র উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র | তৎপর রাজ্য পুলিশ | ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনে | জানা গেছে,নিউটাউনের সাপুরজি বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বেলার দিকে উদ্ধার করা হয় চারটি আগ্নেয়াস্ত্র, কুড়ি রাউন্ড গুলি | অস্ত্র পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে | পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির বাসিন্দা মহম্মদ ওয়াজিদ নামে এক যুবক ব্যাগে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে এসেছিল | বাসস্ট্যান্ডের কাছেই কোথাও বিক্রি করার কথা ছিল বলে প্রাথমিক অনুমান | গোপন সূত্রে সেই খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ এসটিএফকে সঙ্গে নিয়ে অভিযান চালায় | তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ | ওয়াজিদ এসব অস্ত্র কাকে বিক্রি করত, কাদের নির্দেশেই বা সে এসব কাজে জড়িত হয়েছে, কোথা থেকে এসব আগ্নেয়াস্ত্র তার হাতে এসেছে ওয়াজিদকে জেরা করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ| আজই পেশ পারে বিধাননগর মহকুমা আদালতে |