Breaking News

ব্যবসার কাজে ওড়িশায় গিয়েছিলেন,সাড়ে ৪ লক্ষ টাকা-সহ নিখোঁজ বাদুড়িয়ার ব্যবসায়ী!অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার

নিজস্ব সংবাদদাতা :- ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক সবজি ব্যবসায়ী। সাড়ে চার লক্ষ টাকা-সহ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে পরিবার। কিন্তু, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যর আর্জি জানিয়েছে ব্যবসায়ীর পরিবার।পরিবার সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর সকাল সাতটা নাগাদ ওড়িশার কটকের ছত্রবাজারে সবজির ব্যবসার বিষয়ে গিয়েছিলেন আনারুল ইসলাম। ব্যবসায়িক কাজকর্ম সেরে ৯ তারিখ তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফেরেননি। পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যবসায়ীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুশ্চিন্তা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে।পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ব্যবসায়ীকে ওড়িশায় অপহরণ করা হয়েছে। কিন্তু কে বা কারা অপহরণ করল? সেই প্রশ্নও উঠেছে। কোনওরকম সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বাদুড়িয়া থানায় যোগাযোগ করেন। থানা থেকে ওড়িশার কটকে যোগাযোগ করতে বলা হয়। পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে সিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।কয়েকদিন কেটে গেলেও ওই ব্যবসায়ী ফিরে না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত। ওড়িশা পুলিশ ঠিকমতো তদন্ত করছে না বলে তাঁদের অভিযোগ। কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তান। বৃদ্ধ বাবা-মা জানিয়েছেন, তাঁদের সন্তানকে যে কোনও মূল্যে তাঁদের কোলে ফিরিয়ে দেওয়া হোক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *