প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে পাঁচ বছরের জন্য সেন্সর করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়েছেন, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই শাস্তির ব্যবস্থা করতে হয়েছে। অভিযোগ গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাসকদলের চাপে নতি স্বীকার না করেই পরীক্ষার সিদ্ধান্ত বহাল রাখে। পরে অভিরূপের নেতৃত্বে উপাচার্যের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় টিএমসিপি। এমনকী উপাচার্যকে উদ্দেশ্য করে ওই ছাত্র নেতা কটূক্তি করেন বলেও অভিযোগ। তারপরেই ভারপ্রাপ্ত উপাচার্য তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানান। যদিও উপাচার্য শান্তা দত্ত দের প্রতি রাজ্যের সরকার যে যারপরনাই অসন্তুষ্ট তা এদিন শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়েছে।সম্প্রতি এনআইআরএফ র্যাঙ্কিংয়েও বেশ খারাপ ফল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েও শান্তা দত্তকে একহাত নেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ‘অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ। তারপর ছাত্রদের ধরে ধরে টার্গেট করা, প্রতিহিংসা মেটানো, এটা ছাত্র সমাজের পক্ষে কলঙ্কের। সে কেয়ার টেকার হোক বা যাই হোক।’ কাক ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না’ বলেও শান্তা দত্তকে কটাক্ষ করেন ব্রাত্য।
Hindustan TV Bangla Bengali News Portal