Breaking News

এসএসকেএম-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!কেবিন ৫ হাজার, স্যুট ৮ হাজার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তপোক্ত করতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল চত্বরে নবনির্মিত ‘উডর্বাণ-২ অনন্য’ ভবনের উদ্বোধন করেন তিনি। দশতলা এই ভবনে রয়েছে মোট ১৩১টি শয্যা৷ নতুন এই ভবনে রয়েছে সিঙ্গল কেবিন, এইডিইউ,আইটিইউ-এর মতো পরিষেবা৷ নির্দিষ্ট ভাড়া দিয়ে নতুন এই উডবার্ন ব্লকে ভর্তি হতে পারবেন রোগীরা৷নবান্নের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে অনন্য। অত্যাধুনিক পদ্ধতিতে এখানে রোবোটিক সার্জারি করা হবে। রাজ্যে সরকারি ক্ষেত্রে যা প্রথম। পূর্ব ভারতের প্রথম বোন ব্যাংক হচ্ছে। কর্ড ব্লাড ব্যাঙ্ক করা হচ্ছে যা অনেক রোগ সারিয়ে দেবে।
এই অত্যাধুনিক ভবনকে কেন্দ্র করে IPGMER–SSKM হাসপাতালের চিকিৎসা পরিষেবায় নতুন দিশা আসবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।এ দিন নতুন এই উডবার্ন ব্লক ছাড়াও এসএসকেএম হাসপাতালের একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়়েছেন, এসএসকেএম হাসপাতালে যে মানের চিকিৎসা এবং সুবিধা পাবেন রোগীরা, বেসরকারি ক্ষেত্রে সেই একই পরিষেবা পেতে গেলে অনেক বেশি খরচ হয় রোগীদের|
এসএসকেএম হাসপাতালের নতুন এই উডবার্ন ব্লকে সিঙ্গল কেবিনের ভাড়া পড়বে প্রতিদিন ৫০০০ টাকা করে| স্যুটের ভাড়া পড়বে দৈনিক ৮০০০ টাকা| এইচডিইউ-এর ভাড়া পড়বে ১২০০০ টাকা| আইসিইউ-এর ভাড়া ১৫০০০ টাকা| মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আরও ২ হাজার টাকা করে ভাড়া বেশি রাখা হয়েছিল | যদিও সাধারণ মানুষের সুবিধার্থে ভাড়া কমিয়েছেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *