দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রুপ সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সিবিআই আদালতে। সঙ্গে তাঁর ওপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ এখনও হাইকোর্টে ঝুলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে শুনানি শেষ, তবে রায়দান স্থগিত রয়েছে।২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকলেও এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন।পার্থর বিরুদ্ধে একাধিক থানায় একগুচ্ছ এফআইআর, একগুচ্ছ মামলা দায়ের হয়। এক-একটি করে মামলায় ধীরে ধীরে জামিন পেতে শুরু করেছেন পার্থ। এক্ষেত্রে আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, এক ব্যক্তিকে দীর্ঘদিন এভাবে জেলে রাখা সম্ভব নয়। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণও পেশ করতে হবে। সেক্ষেত্রে কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।গত দুই বছরে বারবার জামিন চেয়ে নিম্ন আদালত থেকে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত দরজায় কড়া নেড়েছেন প্রাক্তন মন্ত্রী। কয়েকটি মামলায় ইতিমধ্যেই জামিন মিললেও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তিনি অভিযুক্ত থাকায় মুক্তি হয়নি। হাইকোর্টেও পার্থর জামিনের আবেদন শোনা হয়। বিচারপতি শুভ্রা ঘোষ রায়দান স্থগিত রেখেছেন। তাঁর আইনজীবীর দাবি, প্রাথমিক মামলায় জামিন মিলে গেলেই আর কোনও বাধা থাকবে না মুক্তির পথে।
Hindustan TV Bangla Bengali News Portal