দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পূর্ব কলকাতার আনন্দপুরের একটি আবাসনের ১৯ তলার বারান্দা থেকে পড়ে গেলেন যুবতী | মঙ্গলবার ভোরে বহুতল ওই আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার জেরে মাথার খুলি ফেটে গিয়েছিল তাঁর। গভীর আঘাতের চিহ্ন মিলেছে ডান উরুতেও।জানা গিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল। বয়স ৪২ বছর। দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বাইপাসের ধারের বিলাসবহুল আবাসনে থাকতেন তিনি। সোমবার রাতে ওই আবাসনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে মহিলার। কিন্তু তিনি ঝাঁপ দিয়েছেন? নাকি পরিকল্পিত খুন? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। পুলিশের তরফে জানানো হয়েছে, মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের দাবি, সঞ্চিতা দেবী সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে বিশেষ মিশতেন না। তবে কেন? অবসাদের কারণই কী? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।মহিলার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।হঠাৎ এমন ঘটনার পর আবাসনের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal