Breaking News

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মা পুজো,সঙ্গে অভিষেকের মা-ও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশ্বকর্মা পুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেই কালীঘাটে পুলিশ কার্যালয়ে আয়োজিত পুজোয় নিজে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মহিলা পুলিশকর্মীরা এবং পরিবারের সদস্যরাও। মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই পুজোয় যোগ দেন।মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন— ‘কালীঘাটে আমার বাড়ির পাশে পুলিশের অফিসে পুলিশ আজ বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে। আমি ওদের সঙ্গে ছিলাম। কয়েকটি ছবি শেয়ার করে নিলাম।’বুধবার তৃণমূল ভবনেও বিশ্বকর্মা পুজো হয়েছে। সেখানে পুজো করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। পুজোর সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের সেকথা সকলকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই জানালেন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *