Breaking News

বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে মিমির পর এবার জেরা অভিনেতা অঙ্কুশকে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে তদন্তের জাল ক্রমশ গোটাচ্ছে কেন্দ্রের ইডি। একের পর এক তারকাকে তলব করছে আর্থিক বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। মঙ্গলবার হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। নির্দিষ্ট সময় সকাল ১১টায় ইডি দফতরে পৌঁছে যান তিনি।বেআইনি বেটিং অ্যাপগুলোর বিজ্ঞাপনের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের যুক্ত থাকার খবর সামনে এসেছে। বাংলার ক্ষেত্রে কেবল অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে যুক্ত থাকতে দেখা গিয়েছে। সারা দেশে অনেক তারকাকেই এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে।বলিউডের ক্ষেত্রে উর্বশী রাউতেলা, যাঁকে এদিনই ডাকা হয়েছে। এর পাশাপাশি সুরেশ রায়না, শিখর ধাওয়ান দুই বিখ্যাত ক্রিকেটারকেও তলব করা হয়েছিল। গত মাসেই তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, রায়নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, এই সংস্থার তরফ থেকে যাঁরা যাঁরা টাকা পেয়েছেন, কোন কোন অফিসার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা।ইডির অভিযোগ, বহুবার নিষিদ্ধ হওয়ার পরও নাম পাল্টে ফের বাজারে এসেছে এইসব বেটিং অ্যাপ। সেগুলির প্রচারে নামী তারকাদের ব্যবহার করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করা হচ্ছিল। আর তাতেই কোটি কোটি টাকার বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *