Breaking News

বন্ধুত্বের বার্তা বাংলাদেশের!বাংলাদেশ থেকে এল সাড়ে ৩৭ মেট্রিক টন ইলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্গাপুজোর আগে ইলিশ উপহার বাংলাদেশের। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার ইলিশের পেটি খুলে ইলিশ দেখালেন। গতকাল রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলে পেট্রাপোল বন্দর সূত্রে খবর। সারা বছর বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ থাকলেও দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতি বছর ভারতে ইলিশ রফতানি করে থাকে ৷ এবছরও ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৷ মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে বাাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের তরফে ৷ মোট ৩৭ টি সংস্থা এই ইলিশ রফতানির বরাত পেয়েছে ৷ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৷এবার দুর্গাপুজো উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এজন্য ন্যূনতম দর প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করে দিলেও সর্বোচ্চ সীমা ঠিক করেনি ইউনূস সরকার। ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করা যাবে না এবং এ অনুমতি কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *