Breaking News

চলন্ত ট্রেনেই বিশ্বকর্মার আরাধনা!মন্ত্র উচ্চারণ থেকে প্রসাদ বিতরণও,ধর্মের ভেদাভেদ ভুলে মাতলেন নিত্যযাত্রীরা

প্রসেনজিৎ ধর, হুগলি :-রীতি মেনে এবারও চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজোয় মেতে উঠলেন নিত্যযাত্রীরা । একেবারে ঘট বসিয়ে, পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও বাজনা বাজিয়ে চলল বিশ্বকর্মার আরাধনা । কাটোয়া-হাওড়া লোকালে তিন ঘণ্টা ধরে চলে পুজো ৷ তারপর হয় প্রসাদ বিতরণ ৷ নিত্যযাত্রীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করেন ।এদিন সকালে বর্ধমান থেকে ভায়া আসানসোল হাতিয়া মেমু এক্সপ্রেস ট্রেনেও বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠেন নিত্যযাত্রীরা । অবশ্য তাঁদের পুজো পদ্ধতি কিছুটা হলেও আলাদা । পরিস্থিতির কারণে ট্রেনে পুরোহিত এনে পুজো করা সম্ভব না হওয়ায় বাড়ি থেকে বিশ্বকর্মার ফটো পুজো করিয়ে এনে ট্রেনে নিজেদের মতো করে পুজো করা হয় । সেই পুজোতে থাকে না হিন্দু-মুসলিমের ভেদাভেদ । একসঙ্গেই সবাই পুজোর আনন্দ ভাগ করে নেয় ।আগে চলন্ত ট্রেনের মধ্যেই পুরোহিত নিয়ে এসে পুজো করানো হত । ঢাকের আওয়াজ, নাচ গানে মেতে উঠতেন ট্রেনে থাকা আট থেকে আশি সকলেই । নিত্যযাত্রীদের যে দল ছিল সেখান থেকে অনেকেই অবসর নিয়েছেন, অনেকের আবার অফিসের টাইম বদলে যাওয়ায় সকলে আবার একসঙ্গে হয়ে আগের মতো পুজো করতে পারেন না । তবে আড়ম্বর না থাকলেও উৎসাহে ভাটা পড়েনি ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *