প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভুয়ো কল সেন্টার খুলে চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র৷ কলকাতায় বসেই প্রতারণার জালে ফাঁসানো হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের৷ হাতানো হচ্ছিল কোটি কোটি টাকা৷ এমনই অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ৷ আর সেই তদন্তেই মিলল সাফল্য৷ গ্রেফতার হল এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত দশজন প্রতারক৷ মঙ্গলবার গভীর রাতে কলকাতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ওই দশজনকে গ্রেফতার করে পুলিশ৷উদ্ধার ১০ লক্ষের বেশি নগদ-সহ একাধিক মোবাইল ও দু’টি গাড়ি|এই চক্রের মূল পান্ডা জাভেদ খান৷ ধৃতদের মধ্যে তিনিও রয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বুকে বিভিন্ন জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে বসেছিল প্রতারকরা। নিজেদের ডেরা থেকে আন্তর্জাতিক এক অর্থ প্রযুক্তি সংস্থার নাম নিয়ে মার্কিন নাগরিকদের ফোন করতেন নানা অছিলায়। কোনও সময় টেকনিক্যাল সাপোর্ট, কখনও টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিতেন প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হতেন তাঁরা। এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর, তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে একাধিক জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। দু’টি ফ্ল্যাট থেকে ১০জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত জাভেদ খানকেও গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ‘‘গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ৷’’
Hindustan TV Bangla Bengali News Portal