প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের মামলায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিং ও আরও ছ’জনকে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিন দিল শিয়ালদহ আদালত। প্রত্যেককে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তির নির্দেশ দেন বিচারক। যদিও জামিনের অর্ডার হাতে এলেও এখনও জেলমুক্তি হচ্ছে না বিজেপি নেতার| কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে আরও একটি মামলা।ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। বিহারের কংগ্রেসের একটি সভায় স্থানীয় এক কর্মী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মাকে নিয়ে কুমন্তব্য করে বলে অভিযোগ। এরপরই প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাওয়া যাচ্ছিল না। তাঁর বাড়িতেও তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে খোঁজ মেলেনি রাকেশের। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। যদিও আগেই শিবমের জামিন মঞ্জুর করে আদালত।এদিন রাকেশের জামিনের তীব্র বিরোধীতা করেন সরকারি আইনজীবী। যদিও রাকেশের আইনজীবী তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে জামিন দেওয়ার আবেদন জানান। সব পক্ষের বক্তব্য শুনে প্রদেশ কংগ্রেসের দফতরে হামলার ঘটনায় বিজেপি নেতাকে জামিন দেয় আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal