দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষ শুরু।২১ তারিখ রবিবার মহালয়ার দিন কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণ রবিবারে যেখানে ১৩০টি মেট্রো চলে, সেখানে মহালয়ার দিন ১৮২টি মেট্রো চলবে ব্লু লাইনে। এর মধ্যে আপ লাইনে ৯১টি, ডাউন লাইনে চলবে ৯১টি মেট্রো। সিংহভাগ মেট্রোই হয় দক্ষিণেশ্বরে এসে থামবে, নাহলে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা।এদিন কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন। ওইদিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত। অন্যান্য রবিবার এই লাইনে দিনভর ১৩০ টি মেট্রো চলে। কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই। আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে।অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। কিন্তু মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে। আর দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল নেই ওইদিন |
Hindustan TV Bangla Bengali News Portal