Breaking News

২৬-এর আগে দিলীপের প্রত্যাবর্তনে ‘বাধা’ শুভেন্দু!বিজেপি-আরএসএস সমন্বয় বৈঠক শেষে কাটাছেঁড়া,ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২৬-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি মজবুত করতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার আরএসএসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠক শেষে রাজ্য কমিটি গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দলীয় অন্দরে চলছে তুমুল আলোচনা ও মতবিরোধ। জানা গিয়েছে, দিলীপের প্রত্যাবর্তনে ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী গোষ্ঠী |বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের টিমে কারা ঠাঁই পাবেন, দায়িত্ব দেওয়া হবে কাদের উপর, তা নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরে তুমুল কাটাছেঁড়া চলছে বলে সূত্রের খবর। বহু নাম নিয়ে আলোচনা হচ্ছে। পুরনোদের ফের সক্রিয় করতে চাইছেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য |সূত্রের আরও খবর, বৈঠকে সাধারণ সম্পাদক হিসাবে নাম উঠে এসেছে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোদের। এঁদের মধ্যে থেকে চারজন সাধারণ সম্পাদক হতে পারেন। কারা তাঁরা? তা নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপি সূত্রের খবর, ছাব্বিশের বিধানসভা ভোটে লড়ায়ের জন্য টিম বদল করতে হিমশিম খাচ্ছেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি চান, দিলীপ ঘোষের মতো ‘সক্রিয়’ নেতাকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে। সেই সঙ্গে পুরনোদের দায়িত্ব বাড়াতে।কিন্তু শুভেন্দু, অমিতাভরাও চান নিজেদের শিবিরের সদস্যরা থাকুক রাজ্য কমিটিতে। ফলে এই মুহূর্তে বঙ্গ বিজেপির নয়া কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। তবে দিলীপ ঘোষকে নিয়ে টানাপোড়েন অব্যাহত। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নির্বাচনের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া কোর কমিটির সদস্য হিসেবে ভোটের কাজে সক্রিয়ভাবে লাগাতে চান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *