Breaking News

চিংড়িঘাটা মেট্রোর কাজের জন্য সমাধান মিলেছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে গোটা লাইনের কাজ হয়ে যাবে! আদালতে বলল নির্মাণ সংস্থা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানের জায়গায় আসা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এমনটাই জানাল সংশ্লিষ্ট সব পক্ষ। মেট্রোর কাজের জন্য নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ‘ট্রাফিক ব্লক’-এর প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) জানিয়েছে, নভেম্বরে ‘ট্রাফিক ব্লক’ হলে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে তারা বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ করে দিতে পারবে বলে আশা করছে। এ কথা জানার পরে মামলাটির নিষ্পত্তি করে দিয়েছে আদালত|বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-কে দুই পক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক তারা ৯ সেপ্টেম্বর বৈঠকে বসে। রাজ্য জানায়, মেট্রো কাজ সম্পর্কিত সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সে ব্যাপারে অ্যাডভোকেট জেনারেল এদিন সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্য বিষয় আদালতে তুলে ধরেন। দু’পক্ষের কথা শুনে আদালত জানিয়েছে, ভবিষ্যতে কোনও সমস্যা হলে তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। এখন মেট্রোর কাজ নির্বিঘ্নে চলবে বলেই মনে করছে হাইকোর্ট।চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কাটাতে সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই মেট্রো, আরভিএনএল, পরিবহন দফতর, পুলিশ, কলকাতা পুরসভা এবং নগরোন্নয়ন দফতরের প্রতিনিধিরা বৈঠক করেন। সকল প্রতিনিধিদের নাম
হাইকোর্টকে জানিয়েও দেওয়া হয়েছিল। গত ৯ সেপ্টেম্বরের দীর্ঘ বৈঠক শেষে সূত্র মারফত জানা যায়, উৎসবের মরসুম শেষ হলেই কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লক নিয়ে ওই এলাকায় কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আরও জানা যায়, নভেম্বরের ওই নির্দিষ্ট সপ্তাহগুলিতে শুক্র, শনি ও রবিবার চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক করা হবে। সেই সব দিনে গাড়ি ঘোরানো হবে বিকল্প পথে। এই সময়ের মধ্যেই আরভিএনএল ৩৬৬ মিটার অসমাপ্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে। কর্মকর্তাদের আশা, এই কাজ সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন (বিমানবন্দর) পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা যাবে। ফলে বহুপ্রতীক্ষিত প্রকল্পের গতি বাড়বে। বৈঠকে চিংড়িঘাটা আন্ডারপাস তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *