Breaking News

কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু মধ্যমগ্রামের পরিযায়ী শ্রমিকের!

দেবরীনা মণ্ডল সাহা :-ফের ভিন রাজ‍্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের । মৃতের নাম অভিজিৎ ওরফে রাজু পোদ্দার, বয়স ৩৪ বছর । খবর পাওয়ার পর থেকে বারাসতে নিহতের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন পাড়া-প্রতিবেশীরা । শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় । তিনি মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত দত্তপুকুর থানার পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজিপল্লির বাসিন্দা ছিলেন। দিন কুড়ি আগে কেরলে একটি নির্মীয়মাণ মন্দিরের কাজে যান। বৃহস্পতিবার নির্মীয়মাণ মন্দিরের তিনতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান অভিজিৎ। বিষয়টি নজরে আসতেই সহকর্মীরা তড়িঘড়ি অভিজিতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এর আগে অভিজিৎ ওড়িশায় কাজে গিয়েছিলেন। সেখানে বাঙালি শ্রমিকদের হেনস্তার ঘটনা ঘটায় বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়িতে একমাত্র রোজগেরে ব্যক্তি ঘরে বসে যাওয়ায় সংসার চালানো দুষ্কর হয়ে ওঠে। অগত্যা মা, বাবা, স্ত্রী ও একরত্তি সন্তানের কথা ভেবে দিন কুড়ি আগে কেরলের একটি সংস্থার মাধ্যমে তামিলনাড়ুর থুথুকুডি জেলায় একটি মন্দির নির্মাণের কাজে যান তিনি। সেখানেই দুর্ঘটনা ঘটে |স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় বলেন, “ঘটনাটি অত‍্যন্ত বেদনাদায়ক। ভিন রাজ‍্যে পরিযায়ী শ্রমিকের সুরক্ষার অভাব রয়েছে বলে আমরা মনে করি। তা না হলে এই ঘটনা ঘটবে কেন ? যে বেসরকারি সংস্থার উদ্যোগে এই নির্মাণ কাজ চলছিল তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমরা নিহতের পরিবারের পাশে সবসময় রয়েছি। যাতে পরিবার আর্থিক সাহায্য পায় সেই দিকটাও দেখব। আমরাও বলছি পরিযায়ী শ্রমিকরা যেন ফিরে এসে এ রাজ‍্যেই কাজ করেন। এখানে কর্মসংস্থানের কোনও অভাব নেই। এর পরেও শ্রমিকরা বেশি রোজগারের আশায় ভিন রাজ‍্যে পাড়ি দিচ্ছে ৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *