Breaking News

শ্রীভূমি দিয়ে শুরু, শনিবার থেকে টানা চারদিন মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিগত কয়েক বছর ধরেই মহালয়ার আগে পুজো উদ্বোধন করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও তার ব্যতিক্রম হবে না |শনিবার বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে উদ্বোধন দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর এ বছরের পুজো কর্মসূচি। এটিই হতে চলেছে এই মরসুমের প্রথম অনুষ্ঠান। এরপর ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন তিনি দুপুরে নজরুল মঞ্চে যোগ দেবেন ‘জয় বাংলা’র আসরে। সেখান থেকে সরাসরি একের পর এক পুজোর উদ্বোধন করবেন তিনি।রবিবার, ২১ সেপ্টেম্বরের সূচি যথেষ্ট ব্যস্ত । ওই দিন নাকতলা উদয়ন সংঘ, ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান ও চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । প্রতিটি মণ্ডপই কলকাতার পুজো মানচিত্রে আলাদা পরিচিতি গড়ে তুলেছে । ভিড় সামলাতে পুলিশ-প্রশাসনেরও বিশেষ প্রস্তুতি রয়েছে । ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন এলাকার একাধিক পুজো মণ্ডপে । তার তালিকায় রয়েছে আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল গোষ্ঠী, বেহালা নতুন দল, বড়িশা, হরিদেবপুর ৮১ পল্লি, অজেয় সংহতি, বসুপুর তালবাগান, বসুপুর শীতলা মন্দির, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব এবং কালীঘাট মিলন সংঘ । একদিনে এতগুলি পুজোর উদ্বোধন ঘিরে উৎসাহ তুঙ্গে ।
২৩ সেপ্টেম্বরের তালিকা আরও বিস্তৃত । ওইদিন তিনি উপস্থিত থাকবেন মুদিয়ালি, শিবমন্দির, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা, ৬৬ পল্লি, আদি বালিগঞ্জ, একডালিয়া এবং সিংহী পার্কে । কলকাতার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পুজোগুলির উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে ঘিরে ভিড় হবে চোখে পড়ার মতো ।প্রতি বছরই পুজোর দিনগুলিতে কোনও না কোনও মণ্ডপ থেকে কেউ না কেউ হারিয়ে যায়| পরিজনদের খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় স্বজনদের। সেই সমস্যা সমাধান এবার বাড়তি উদ্যোগ নিয়েছে পুলিশ। এবার কোনও সমস্যা হলে দ্রুত সাহায্যের জন্য চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর| মূলত পুজোর দিনগুলিতে চালু থাকবে এই নম্বরগুলি। পরিষেবা কার্যকর থাকবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *