Breaking News

মহালয়া ২০২৫-এর আগে আজ থেকে গ্রিন লাইনে বাড়তি মেট্রো! কত মিনিট অন্তর মিলবে?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর মুখে মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর। ব্যস্ত সময় এবার ৮ মিনিটের বদলে মেট্রো চলবে ৬ মিনিট অন্তর। এবার ৬ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল ইস্ট ওয়েস্ট মেট্রো। সঙ্গে বাড়ানো হল ট্রিপ। এবার থেকে এই লাইনে ১৮৬টির বদলে ২২৬টি মেট্রো ট্রিপ চলবে।তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। পাশাপাশি আগামীকাল রবিবার মহালয়া উপলক্ষে খুব ভোরেই চালু হয়ে যাবে মেট্রো। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সাধারণ রবিবার ১০৪টি পরিষেবা থাকে এই লাইনে। তার বদলে আগামীকাল মোট ১৩৬টি পরিষেবা চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে, যা সাধারণত সকাল ৯টায় শুরু হয়। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে।পুজোর ভিড়ের কথা মাথায় রেখে মেট্রোর এই ব্যাবধান কমিয়ে আনা হল বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটেও মেট্রোর ব্যবধান কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *